ভারতের স্বাধীনতা সংগ্রাম (১৯১৯-১৯৪৭)

Show Important Question


61) Govt. of india act : 1935-কে কে বলেছিলেন দাসত্বের নতুন অধ্যায়?
A) জওহরলাল নেহরু
B) মহাত্মা গান্ধী
C) সর্দার প্যাটেল
D) বাল গঙ্গাধর তিলক

62) ’ডান্ডি অভিযান’ যে বিষয়ের প্রতিবাদে সংঘটিত হয়, তা ছিল—
A) ভূমিকর
B) পরিবহন শুল্ক
C) আয়কর
D) লবন আইন

63) সুভাষচন্দ্র কত সালে ফরোয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন?
A) 1935
B) 1939
C) 1943
D) 1945

64) ১৯৪৬ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক প্রেরিত ভারতে ক্যাবিনেট মিশন-এর নেতৃতে কে ছিলেন ?
A) স্ট্যাফোর্ড ক্রিপস
B) এ. ভি. আলেকজাণ্ডার
C) স্যার প্যাথিক লরেন্স
D) লর্ড লুইস

65) ভারতের স্বাধীনতা লাভের সময় ইংল্যাণ্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন ?
A) পেথিক লরেন্স
B) স্ট্যাফোর্ড ক্রীপস
C) ক্লীমেন্ট অ্যাটলী
D) লর্ড মাউন্টব্যাটেন

66) ১৯৩২ সনে পুনা চুক্তিটি গান্ধীজিও আর কার মধ্যে সম্পাদিত হয়েছিল
A) মহম্মদ আলী জিন্না
B) লর্ড উইলিংডন
C) বি.আর আম্বেদকর
D) এদের কেউ নয়

67) লর্ড ওয়াভেল ১৯৪৫ সনে কোথায় সকল ভারতীয়দের জন্য সন্মেলনের আয়োজন করেছিলেন
A) পুনা
B) লক্ষ্ণৌ
C) সিমলা
D) এগুলির কোনটি নয়

68) ১৯৩২ সনের কোন মাসে লন্ডনে অনুষ্ঠিত দ্বিতীয় গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছিলেন
A) সেপ্টেম্বর
B) অক্টোবর
C) নভেম্বর
D) ডিসেম্বর

69) ১৯২৮ সনের আগষ্ট মাসে কোথায় সকল ভারতীয় দলের সন্মেলন হয়েছিল
A) লাহোর
B) এলাহাবাদ
C) লক্ষ্ণৌ
D) বোম্বে

70) What proposals were made in the ‘August Offer’ ? / ‘আগস্ট অফার’—এ প্রস্তাবগুলি কি ছিল?
A) Complete independence of India gradually/ ক্রমান্বয়ে ভারতের পূর্ণ স্বাধীনতা
B) Dominion Status/ ডোমিনিয়ান স্ট্যাটাস
C) Provincial autonomy/ প্রাদেশিক স্বায়ত্বশাসন
D) Representative government at the centre/ কেন্দ্রে প্রতিনিধিমূলক সরকার

71) 1946 সালে গঠিত অন্তর্বর্তীকালীন মন্ত্রিপরিষদের নেতৃত্বে কে ছিলেন?
A) রাজেন্দ্র প্রসাদ
B) জওহরলাল নেহেরু
C) বল্লভভাই প্যাটেল
D) রাজগোপালচারী

72) অসহযোগ আন্দোলনের সময় বাংলায় ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন
A) অরবিন্দ ঘোষ
B) চিত্তরঞ্জন দাস
C) সুভাষ চন্দ্র বসু
D) যতীন দাস

73) ১৯৩৩ খ্রিস্টাব্দে পাকিস্তান শব্দটি কে বানিয়েছিলেন ?
A) চৌধুরী রহমত আলী
B) ফজলুল হক
C) মহম্মদ আলী জিন্নাহ
D) আগা খান

74) ভারতে নৌবিদ্রোহ কত সালে হয় ?
A) 1940
B) 1942
C) 1945
D) 1946

75) Who called for “Do or Die” ? / 'করেঙ্গে ইয়ে মরেঙ্গে' কে ডাক দিয়েছিলেন ?
A) Netaji Subhas Chandra Bose/ নেতাজী সুভাষ চন্দ্র বসু
B) Mahatma Gandhi/ মহাত্মা গান্ধী
C) Surendranath Banerjee/ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
D) Anandamohan Bose/ আনন্দমোহন বসু

76) Where did the Tebhaga Movement occur in 1946? / 1946 সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?
A) Bihar/ বিহার
B) Punjab/ পাঞ্জাব
C) Gujrat/ গুজরাট
D) Bengal/ বাংলা

77) Non-violence, according to Gandhiji, was / গান্ধীজীর কাছে অহিংসা ছিল
A) a means to achieve an end/ কোনো উদ্দেশ্য অর্জনের একটি উপায়
B) an end in itself/ একমাত্র উদ্দেশ্য
C) a means to embarrass an opponent/ বিরোধীকে ঘাবড়ে দেওয়ার পন্থা
D) passive resistance/ নিষ্ক্রিয় প্রতিরোধ

78) The Act of 1919 is known as / 1919 সালের আইন কী নামে পরিচিত ছিল ?
A) Rowlatt Act/ রওলাট অ্যাক্ট
B) Morley Minto Act/ মর্লে-মিন্টো অ্যাক্ট
C) Mont Ford Act/ মন্ট-ফোর্ড অ্যাক্ট
D) Simon Act/ সাইমন অ্যাক্ট

79) Which incident force Mahatma Gandhi to call for the suspension of the Non-Co-operation movement in 1922 ? / কোন ঘটনা মহাত্মা গান্ধীকে 1922 সালে অসহযোগ আন্দোলন স্থগিত রাখতে বাধ্য করেছিল ?
A) Mob violence in Chauri chaura/ চৌরিচৌরার গণ হিংসা
B) Jalianwalabagh massacre/ জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ড
C) Chittangong Armoury Raid/ চট্টগ্রাম অস্ত্রাগার লুন্ঠন
D) Foundation of the Swarajya Party/ স্বরাজ্য পার্টির প্রতিষ্ঠা

80) মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল—
A) 1929 সালে
B) 1934 সালে
C) 1942 সালে
D) 1931 সালে